৫০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসবে পোকো এম২

৮ সেপ্টেম্বর, ২০২০ ০১:৫৩  
মঙ্গলবার উন্মোচিত হচ্ছে পোকে এম২। কোম্পানিটি ইতিমধ্যেই স্মার্টফোনটির বেশকিছু স্পেসিফিকেশন প্রকাশ করেছে। চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে নতুন ফোনটিতে থাকবে ৫০০০ এমএএইচ ব্যাটারি। খবর জিএসএম এরিনা। পোকো এম২ প্রো ফোনেও একই ব্যাটারি থাকছে। প্রো ফোনে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জার থাকলেও এম২ ফোনে একই চার্জিং সুবিধা থাকবে কিনা নিশ্চিত হওয়া যায়নি। ফোনটিতে আরও থাকছে ৬ গিগাবাইট র‍্যাম, ফুল এইচডি প্লাস নচ ডিসপ্লে, পিছনে তিনটি ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ডিবিটেক/বিএমটি